• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : আইজিপি

  তুষার আহমেদ, নারায়ণগঞ্জ :

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২
আইজিপি

বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক দল যেকোন শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ করে, বা কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন তিনি।

সহযোগিতা কামনা করে বাংলাদেশ পুলিশ প্রধান বলেন, ‘আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগীতা করেছে, ভবিষ্যতেও সেভাবে সহযোগীতা করবে।’

তিনি বলেন, ‘পুলিশ শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। সে চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা সামর্থ্য আমাদের রয়েছে। সেটা দিয়েই যেকোন চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করি।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড