• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোনো উপায় নেই’

  রফিক খান, মানিকগঞ্জ

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২
‘জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোনো উপায় নেই’
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : অধিকার)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এদেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান তাদের কাছে এটা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ এদেশের জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোনো উপায় নেই এদেশের শাসনভার গ্রহণ করার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোভিড মহামারির সময় আত্মীয়-স্বজন তার প্রিয় মানুষকে হাসপাতালে ফেলে চলে গিয়েছিল। তাকে দেখার জন্য কেউ ছিল না তখন পুলিশ তার প্রাণ বাজি রেখে তাদের দায়িত্ব পালন করেছেন। জঙ্গি দমন, সন্ত্রাস দমন নির্মূলে পুলিশ কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। জনগণের পাশে থেকে তারা সেবা করে যাচ্ছে এবং ধাপে ধাপে তাদের সেবাটাকে আরও বিসৃত করছে। আমরা যে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছি আমাদের দেশ এগিয়ে চলছে মানবসেবায় তারা সবসময় নিজেদের নিয়োজিত রেখেছেন। বহির্বিশ্বেও পুলিশ ভাল কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনে আসা উচিত। তারা যদি বর্জন করে সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানে আমি মন্তব্য করি না। আমি মনে করি তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেটি না করে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেছিলেন, বিএনপির কোনো কার্যক্রমে আমরা বাধা দিয়েছি। তার বিশাল বিশাল সভা করছে। প্রত্যেকটা জেলায়-জেলায় সভা করছে, ডিভিশনে তারা সভা করছে। এখন আবার পদযাত্রা শুরু করেছে। মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা করছে। সেখানেও অনুমতি দিয়েছি করুন। আপনাদের রাজনৈতিক যে কার্যক্রম তা করুন। পাশাপাশি আমরা এটাও বলি মানুষের কোন অসুবিধার সৃষ্টি করবেন না। ভাঙচুর, অগ্নিসংযোগ করার চেষ্টা করবেন না। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড