• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন’

  মাহফুজ আলম প্রিন্স, রংপুর

১৫ নভেম্বর ২০২২, ০৯:৪২
‘মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন’
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ছবি : অধিকার)

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার মতই দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রসীমা থেকে উত্তরণের জন্য সম্ভাব্য সকল উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত সাহসিকতার সাথে সম্পন্ন করছেন।

সোমবার (১৪ নভেম্বর) তিনি নিজ নির্বাচনি এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত কাবিলপুর ইউনিয়নস্থ আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপকার ভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড