• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

টয়লেট শেষে ফ্ল্যাশ করেন না দেশের ১২ দশমিক ৮৬ শতাংশ মানুষ

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২২, ১৫:০০
ফ্ল্যাশ

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

প্রতিবেদনে দেখা গেছে, দেশে মোট জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে গড়ে ১ দশমিক ২৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন বা তাদের জন্য ল্যাট্রিন সুবিধা নেই। মোট জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে গড়ে ৫৬ দশমিক শূন্য ৪ শতাংশ মানুষ টয়লেটে ফ্ল্যাশ করেন বা পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন করেন। ফ্ল্যাশ করেন না বা বেশি করে পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন করেন না ১২ দশমিক ৮৬ শতাংশ মানুষ। স্ল্যাবসহ পিট ল্যাট্টিন, ভেন্টিলেটেড ইমপ্রুভড ল্যাট্রিন বা কম্পোস্টিং ল্যাট্রিন ব্যবহার করেন ২১ দশমিক ৭২ শতংশ। স্ল্যাব ছাড়া পিট ল্যাট্রিন বা উম্মুক্ত পিট ব্যবহার করেন ৪ দশমিক শূন্য ৮ শতাংশ। কাঁচা/খোলা/ঝুলন্ত ল্যাট্রিন অস্থায়ী বা স্থায়ীভাবে ব্যবহার করেন ৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড