নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের রক্তের সম্পর্ক বলে দাবি করেছেন দেশ দুটির বিশিষ্ট জনেরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ কর্তৃক আয়োজিত ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিক সম্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোমবার (২০ জুন) দিবাগত রাত ৮টায় ঢাকা ক্লাবের স্যামসন এ এইচ চৌধুরী মিলনায়তনে নাগরিক সম্মিলনীটির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজোরিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, লেখিকা আনোয়ারা সৈয়দ হক প্রমুখ।
এ সময় মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, সৌমিত্র দেব প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, উপ তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড