নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা পয়েন্টে ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন।
তিনি বলেন, কয়েক দিন ধরেই যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আরিচার যমুনা পয়েন্ট পানি ৭ দশমিক ৪৩ সেন্টিমিটার আছে। আরিচার যমুনা পয়েন্টের পানির বিপদসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫৪ সেন্টমিটার।
পানি যে ভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে এই পানি আরও এক সপ্তাহ ধরে বাড়তে থাকবে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড