নিজস্ব প্রতিবেদক
করোনার পর মাঙ্কিপক্স নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। এ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মাঙ্কিপক্স নিয়ে সরকার সতর্ক আছে।
শনিবার (২৮ মে) হবিগঞ্জে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার যে দক্ষতা প্রদর্শন করেছে- তার জন্য বাংলাদেশ সারা বিশ্বে রল মডেল। মাঙ্কিপক্স নিয়েও সরকার সতর্ক আছে। দেশের গৃহহীনদের ঘর দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্রসীমার নিচে লোকজনের জন্য আরো ঘর বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতারা ‘আবোল-তাবোল’ বলছেন : হাছান মাহমুদ
কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মোহাম্মদ সামছুল আরেফিন, বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রাহাত আনোয়ার, ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সমন্বয়ক মাউরিজিয়ান চিয়েন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড