নিজস্ব প্রতিবেদক
পবিত্র ইদুল ফিতর শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে আগামী ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই ফিরতি টিকিট দেওয়া হচ্ছে। এ জন্য ইদ শেষে ফিরতি টিকিটের জন্য স্টেশনগুলোর কাউন্টারে খুব বেশি একটা লাইন দেখা যায়নি। গত ১ মে থেকে প্রথম ধাপে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছিল।
রেলওয়ে সূত্র আরও জানায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড