নিজস্ব প্রতিবেদক
ভোর রাতের দিকে ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে কিছু সময়ের জন্য বৃষ্টির দেখা মিলেছে। এতেই তীব্র গরমে হাঁসফাঁস করা ঢাকাবাসীর মধ্যে একরকম স্বস্তি ফিরে এসেছে।
রবিবার (১ মে) দিবাগত শেষ রাতে রমজানের শেষ সেহরি খেতে উঠে নগরবাসী দেখেন আকাশে বজ্রসহ মেঘের আনাগোনা। এরপর রাত সাড়ে তিনটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, মুহুর্মুহু বজ্রপাতের ঝংকার কানে তালা লাগার অবস্থা। এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। ঝড় সঙ্গে সঙ্গে থেমে গেলেও ভোর ৫টা পর্যন্ত গুড়িগুড়ি রকমের বৃষ্টি হচ্ছিল।
দেশের আবহাওয়াবিদরা বলছেন, রবিবার রাতে রংপুর বিভাগের নীলফামারী, দিনাজপুর, ও রংপুর জেলা ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
সোমবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, যশোর, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন : মিয়ানমারে ভূমিকম্পের আঘাত, কাঁপল চট্টগ্রামও
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : ইদের বাজার ধরতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘লাচ্ছা সেমাই’
উল্লেখ্য, নির্ধারিত এই সময়ের মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড