নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার, মাঝিরকান্দি নৌরুটে বৈরী আহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
জানা যায়, স্বাভাবিক সময়ে এই নৌ-রুটে রাত ৮ পর্যন্ত লঞ্চ চলাচল করলেও ইদ উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হাওয়ায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ উজ জামান জানান, ঝড়ের কারণে সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে তিনটি ঘাটের সকল লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশন না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ওডি/আজীম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড