• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে সেনা কর্মকর্তার জিডি : তদন্ত করবে ডিবি

  নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০১৮, ১৯:৩৪
ডা. জাফরুল্লাহ
ফাইল ছবি

বেসরকারি টেলিভিশনের টকশোতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ‘অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা জিডি করেছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সেনা কর্মকর্তার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করবে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

সোমবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে জিডির তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সাহান হক বলেন, ‘বেসরকারি টেলিভিশনের টকশোতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ‘অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ ওই সেনা কর্মকর্তা জিডি করেন।’

ঢাকা মহানগর গোয়েন্দার (দক্ষিণ) উপকমিশনার জামিল আহসান বলেন, ক্যান্টনমেন্ট থানায় করা ওই জিডিটি গোয়েন্দা সদস্য তদন্ত করবে। তদন্তের স্বার্থে এখন এর বেশি বলা যাবে না।

গত শুক্রবার (১২ অক্টোবর) রাতে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি করেন সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড