নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে বকেয়া বেতন ও ইদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের শ্রমিকরা।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় মিরপুর ৭ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। এতে মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় মিরপুর ১১ নম্বরের (বিকল্প পথ দিয়ে) সড়ক দিয়ে যানচলাচল করতে দেখা যায়।
এদিকে, দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের ফটক ও ভেতরে অবস্থান করছেন। ইদের আগে বেতন ও বোনাস না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাদের।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড