• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২০:২০

ডিএমপি
ছবি : সংগৃহীত

ডিএমপি এবছরের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল ৩ টায় ডিএমপি’র বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেয় হয়।

সেপ্টেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (যৌথভাবে) এ বি এম জাকির হোসেন সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) ও মৃত্যুঞ্জয় দে সজল সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন),। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শেখ মো. শাহ্ আলম, অফিসার ইনচার্জ, রূপনগর থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) দারুস সালাম থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) আয়ান মাহমুদ, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মো. রেজাউল করিম, কাফরুল থানা ও এসআই রুহুল আমিন, ডেমরা থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মো. হেলাল উদ্দিন, মতিঝিল থানা ও এএসআই মো. মিলন মোল্লা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই মো. হেলাল উদ্দিন মতিঝিল থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার আয়ান মাহমুদ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার শিকদার মো. শামীম হোসেন, অফিসার ইনচার্জ, কাফরুল থানা ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মো. ফারুকুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) দারুস সালাম থানা।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে- সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিঝিল জোনাল টিম, ডিবি-পূর্ব, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম রাহুল পাটওয়ারী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পশ্চিম বিভাগ, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম খন্দকার রবিউল আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-দক্ষিণ, বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম আতিকুল ইসলাম, সিনি. সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার টিম, ডিবি-পূর্ব, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম- মো. মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম নুরুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, ডিএমপি, ঢাকা ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-দক্ষিণ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোছা. লুবনা মোস্তফা, সিনি. সহকারী পুলিশ কমিশনার রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক-পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক ট্রাফিক ইন্সপেক্টর, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক-পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মোহাম্মদ মহিব্বুল্লাহ, লালবাগ ট্রাফিক জোন, ট্রাফিক-দক্ষিণ বিভাগ ও সার্জেন্ট মো. নাহিদুর রহমান, লালবাগ ট্রাফিক জোন, ট্রাফিক-দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা। ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির জন্য পুরস্কৃত হয়েছেন যৌথভাবে নাজমুন নাহার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মতিঝিল), ট্রাফিক-পূর্ব বিভাগ ও মুহাম্মদ সরোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল), ট্রাফিক-পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা। বিট পুলিশিং কার্যক্রমে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খান অতিরিক্ত উপপুলিশ কমিশনার (লালবাগ জোন), আবু তৈয়ব মো. আরিফ হোসেন সিনি. সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন), মো. শাহীন ফকির বিপিএম, অফিসার ইনচার্জ কামরাঙ্গীরচর থানা, মো. জামাল উদ্দিন মীর, অফিসার ইনচার্জ মো.পুর থানা ও কাজী মিজানুর রহমান, অফিসার ইনচার্জ গেন্ডারিয়া থানা, ডিএমপি, ঢাকা।

বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন যারা- (ভিকটিমসহ অপহরণকারীকে আটক) মহরম আলী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোনাল টিম, ডিবি-উত্তর বিভাগ, (ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার) মোঃ আশরাফুল করিম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, বাড্ডা জোন, (জঙ্গি, বিস্ফোরকদ্রব্য) শামসুল আরেফীন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, রমনা জোনাল টিম, গোয়েন্দা দক্ষিণ বিভাগ, (হত্যা মামলার রহস্য উদঘাটন) ইফতেখায়রুল ইসলাম পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডেমরা জোন ওয়ারী বিভাগ, (হত্যা মামলার আসামি গ্রেফতার) মো. কায়সার রিজভী কোরায়েশী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উত্তরা জোনাল টিম, গোয়েন্দা উত্তর বিভাগ, (বিশেষ মামলার আসামি গ্রেফতার) রাহুল পাটওয়ারী পিপিএম, সিনি. সহকারী পুলিশ কমিশনার, গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, গোয়েন্দা পশ্চিম বিভাগ, (হত্যা ও গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার) শাহাদত হোসেন সুমা সিনি. সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোনাল টিম, গোয়েন্দা পশ্চিম বিভাগ, (জঙ্গি গ্রেফতার) মো. তৌহিদুল ইসলাম বিপিএম, সিনি. সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (১টি কভার্ড ভ্যানসহ ৮২৮ বোতল মদ উদ্ধার) এসএম বজলুর রশিদ সিনি. সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক ওয়ারী জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, (৫১,০০,০০০/- জাল টাকা, জাল টাকা ছাপানোর সরঞ্জামাদিসহ ৬ জন গ্রেফতার) সুমন কান্তি চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, গোয়েন্দা উত্তর বিভাগ, (সামাজিক যোগাযোগ মাধ্যমে অপত্তিকর লেখা ও ভিডিও পোস্টকারী গ্রেফতার) ইশতিয়াক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ডিজিটাল ফরেনসিক টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (বিশেষ মামলার আসামি গ্রেফতার) ধ্রুব জ্যোর্তিময় গোপ, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, (৩টি মোবাইলসহ চোর, জাল মুক্তিযোদ্বা সনদ প্রস্তুতকারী ও বিক্রয়কারী গ্রেফতার) মো. ফজলুর রহমান, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার, ধানমন্ডি জোনাল টিম, গোয়েন্দা দক্ষিণ বিভাগ, (ছিনতাইকারী গ্রেফতার) মো. পারভেজ ইসলাম, পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ধানমন্ডি মডেল থানা, রমনা বিভাগ, ডিএমপি, ঢাকা। (হত্যা মামলার আসামী গ্রেফতার) বাবু কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরাঙ্গীরচর থানা, লালবাগ বিভাগ, (ক্লুলেস গণধর্ষণ মামলার ৪ জন আসামি গ্রেফতার) মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়ারী থানা, ওয়ারী বিভাগ, (দস্যুতা মামলার আসামি গ্রেফতার) মোহাম্মদ সেন্টু মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানা, তেজগাঁও বিভাগ, (হত্যা মামলার মূল রহস্য উদঘাটন) মোঃ শফিকুল গনি সাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) দক্ষিণখান থানা, উত্তরা বিভাগ, (বিশেষ মামলার আসামি গ্রেফতার) মো. নাজমুল নিশাত, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, (ছিনতাইকারী আটক) বিপ্লব ভৌমিক, টিআই, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, (মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক) এসআই(নি.) মো. মনজুর হোসেন, শাহবাগ থানা, রমনা বিভাগ, (দস্যুতা প্রস্তুতিকালে ০১জন আটক) এসআই(নি.) মো. সাব্বির আলম, ধানমন্ডি থানা, রমনা বিভাগ, (চুরি যাওয়া পিক আপ গাড়ির অংশবিশেষসহ আসামি গ্রেফতার) এসআই(নি.) মো. শাহাদত হোসেন, সূত্রাপুর থানা, লালবাগ বিভাগ, (ভিকটিমসহ অপহরণকারী গ্রেফতার) এসআই(নি.) মোহাম্মদ তোফাজ্জল হোসেন , শেরেবাংলানগর থানা, তেজগাঁও বিভাগ, (ক্লুলেস চুরি যাওয়া মামলার মালামালসহ আসামি গ্রেফতার) এসআই (নি.) মো. তারেক জাহান খান, মোহাম্মদপুর থানা, তেজগাঁও বিভাগ,(ভিকটিমসহ অপহরণকারী গ্রেফতার) এসআই(নি.) অপূর্ব কুমার বর্মন, মোহাম্মদপুর থানা, তেজগাঁও বিভাগ, (গাড়ি চুরির ঘটনায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি সিলেট থেকে উদ্ধার) এসআই(নি.) মো. জসিম উদ্দিন, গুলশান থানা, গুলশান বিভাগ, ডিএমপি, ঢাকা। (চুরি যাওয়া ২৭ ভরি স্বর্ণালংকাসহ ঘটনার সাথে জড়িত কাজের মেয়ে আটক) এসআই (নি.) মো. শরিফুল ইসলাম, বনানী থানা, গুলশান বিভাগ, (ডাকাতি মামলার আসামি গ্রেফতার) এসআই(নি.) মো. আল হেলাল, বাড্ডা থানা, গুলশান বিভাগ, (হত্যা মামলার আসামি গ্রেফতার) এসআই (নি.) রিপন কুমার, খিলক্ষেত থানা, গুলশান বিভাগ, (চুরি মামলার আসামি গ্রেফতার) এসআই(নি.) মো. রফিকুজ্জামান মিঞা, মিরপুর জোনাল টিম, গোয়েন্দা পশ্চিম বিভাগ, (অপ্রাপ্ত বয়স্ক ভিকটিমকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার) এসআই (নি.) আঙ্গুরা আক্তার সীমা, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, (চুরি যাওয়া ১টি মোটর সাইকেল আটক) সার্জেন্ট, মো. জাহেদুল ইসলাম, বাড্ডা ট্রাফিক জোন, ট্রাফিক উত্তরা বিভাগ, (মহিলার ব্যাগ ছিনতাইকারীকে হাতেনাতে আটক) সার্জেন্ট আবু মুছা মো. ছালেহ আকন্দ, শাহবাগ ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, (মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক) সার্জেন্ট তানজিলা খাতুন, শাহবাগ ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, (৬ কেজি গাঁজাসহ মাইক্রোবাস ও ২জন ব্যক্তি আটক) সার্জেন্ট মো. মেহেদী হাসান, ডেমরা ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, (প্রতারকচক্রের ৩জন সদস্য আটক) এএসআই (নি.) মো. ফয়সাল শাহিন, গুলশান থানা, গুলশান বিভাগ, (স্বর্নের চেইন ছিনতাইকারী আটক) এটিএসআই মো. আবু বকর সিদ্দিক, কোতয়ালী ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, (স্বর্নের চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে হাতেনাতে আটক) এটিএসআই মো. আবুল কাশেম, সবুজবাগ ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ ও (৫০০০ (পাঁচ হাজার) টাকা ছিনতাই করে পালানোর সময় ০১ জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক) এটিএসআই মো. শহিদুর রহমান, সবুজবাগ ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্), যুগ্ম পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স), যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), অপারেশনস্ শাখা, ক্রাইম শাখা, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগ, রমনা বিভাগ, প্রটেকশন বিভাগ, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, স্পেশাল অ্যাকশন গ্রুপ, লালবাগ বিভাগ, মিরপুর বিভাগ, মতিঝিল বিভাগ, আইএডি বিভাগ, কাউন্টার টেরোরিজম বিভাগ, লজিস্টিকস্ শাখা, পিআরএন্ডএইচআরডি বিভাগ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), ডিএমপি, ঢাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড