• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সফরের চাঁদ দেখা যায়নি : আখেরি চাহার শোম্বা ৭ নভেম্বর

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ২২:১০
চাঁদ দেখা কমিটি
প্রতীকী ছবি

পবিত্র সফরের চাঁদ দেখা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার (১০ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মহররম মাসের ত্রিশ দিন পূর্ণ করা হবে। হিজরী সন গণনারীতি অনুযায়ী আগামীকাল বৃস্পতিবার (১১ অক্টোবর) এবং পরদিন শুক্রবার (১২ অক্টোবর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ সফর বা ৭ নভেম্বর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা এর অর্থ শেষ চতুর্থ বুধবার। প্রিয় নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সা.) জীবনের শেষ প্রান্তে এসে এদিন আরোগ্য লাভ করেন এবং শুকরিয়া হিসেবে গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায় করেন। তাই দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করে থাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড