• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপারেটর পরিবর্তন : গ্রামীণফোন ছাড়ছে বেশি

  অধিকার ডেস্ক

০৯ অক্টোবর ২০১৮, ২২:২০
গ্রামীণফোন ছাড়ছে
ছবি : সংগৃহীত

নম্বর বদল না করে অপারেটর পরিবর্তনসেবা তথা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) শুরু হয়েছে গত ১ অক্টোবর। এই সেবা শুরু পর প্রথম ৫ দিনে অর্থাৎ ৫ অক্টোবর পর্যন্ত গ্রামীণফোন ছেড়েছে বেশি গ্রাহক। আর অপারেটর বদল করে অন্য গ্রাহক বেশি এসেছে রবি অপারেটরে।

মঙ্গলবার (৯ অক্টোবর) এমএনপি নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

এমএনপি নিয়ে প্রতিবেদনে বলা হয়, এমএনপি সেবা চালুর পর ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হাজার ১২২টি। এর মধ্যে চার হাজার ১৮১ জন গ্রাহক অপারেটর বদল করতে সক্ষম হয়েছেন। আর কারিগরি ক্রটিসহ অন্যান্য কারণে আবেদন বাতিল হয়েছে পাঁচ হাজার ৮৬২ জনের।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রামীণফোন অপারেটরের ৪ হাজার ৬১৬ জন গ্রাহক অপারেটর পরিবর্তনের আবেদন করেন। গ্রামীণফোন থেকে সবচেয়ে বেশি গ্রাহক রবি অপারেটরে যাওয়ার জন্য আবেদন করে। গ্রামীণফোন থেকে বাংলালিংকে আবেদন করেছেন এক হাজার ২৪১ জন। টেলিটকের ৭০৯ জন গ্রাহক অপারেটর বদলের জন্য আবেদন করেন। আরও জানা যায়, রবির কাছে ৫ দিনে আবেদন এসেছে ৫ হাজার ৮৯১ জনের। এর মধ্যে সফল হয়েছেন দুই হাজার ৩৪১ জন। আর ৩ হাজার ৫৫০ জনের আবেদন বাতিল হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড