নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে বই উৎসব না হলেও আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করবেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে এই বছর একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড