• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটিতে শ্রম কল্যাণ কমপ্লেক্সের ৬ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  এম.কামাল উদ্দিন, রাঙামাটি

০৯ ডিসেম্বর ২০২১, ১৩:২৫
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাউখালি উপজেলায় ঘাগড়ায় নবনির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্সের এক সাথে ৬টি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ডিসেম্বর) সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এ ভবনগুলোর উদ্বোধন করেন তিনি।

রাঙামাটির ঘাগড়ায় শ্রম কল্যাণ কমপ্লেক্সে নবনির্মিত ভবনগুলো উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন- রাঙামাটি সংসদীয় আসনের এমপি দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজি মো. কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা চেয়ারম্যান মো. শামসু দোহা চৌধুরীওকাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা

ঘাগড়া নবনির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্সে রয়েছে ছয়টি ভবন ৫ তলা বিশিষ্ট। এখানে রয়েছে ১০৪ টি পুরুষ হোস্টেল সিট,৫১ টি মহিলা সিট, অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন ও বিদ্যুৎ সাব-স্টেশন। একজন মেডিকেল অফিসার প্রতিষ্ঠানটির প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে। বিগত ২০১৮ সালে এ ভবনগুলোর কাজ শুরু হয়। ভবনগুলোতে প্রায় ৮৭কোটি টাকার মত ব্যয় হয়েছে। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা এ কাজটি করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও প্রবাসী মন্ত্রণালয় সচিব এহছানে এলাহী বলেন,পার্বত্যাঞ্চলে কর্মরত শ্রমিকদের কল্যাণ সুবিধা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, জনসংখ্যা নিয়ন্ত্রণ, চিত্ত বিনোদন, প্রশিক্ষণ কাজে নিয়োজিত থাকবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড