• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুরাদের ‘অশালীন বক্তব্যের’ ১৭ ভিডিয়ো সরানো হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৮
ডা. মুরাদ হাসান
ডা. মুরাদ হাসান (ফাইল ছবি)

সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ২৭২টি অডিয়ো-ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১৭টি ভিডিয়ো মুছে ফেলা হয়েছে। ফেসবুক সরিয়ে ফেলেছে ১৫টি ভিডিয়ো আর গুগল মুছেছে দুটি।

বুধবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব।

তিনি বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর কাজ শুরু করে বিটিআরসি।

এছাড়া এমন বক্তব্য ছড়ানো আরও ২০০টি সাইট চিহ্নিত করেছে ফেসবুক। যা তারা নিজেরাই বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।

বিষয়গুলো অনেকটা টেকনিক্যাল হওয়ায় এসব প্রতিষ্ঠান ভিডিয়ো ও অডিয়ো সরাতে সবকিছু যাচাই-বাছাই করছে বলেও জানান এই আইনজীবী।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মুরাদের ‘অশ্লীল’ অডিয়ো-ভিডিয়ো সরানো অগ্রগতির জানানো হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড