• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ 

  নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫
শিক্ষার্থীদের প্রতিবাদ
শিক্ষার্থীদের প্রতিবাদ (ছবি: সংগৃহীত)

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাঈনুদ্দিনের স্মরণে শোকসভা উপলক্ষ্যে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসচাপায় নিহত হয় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম। এর পর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কর্মসূচি পালন করে আসছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। পাশাপাশি তারা মুখে কালো কাপড় বেঁধে নেন। তাদের হাতে ছিল নানা স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: ভারতের সাথে রক্তের সম্পর্ক আরও গভীর হবে: পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই প্রায় আধাঘণ্টা সড়কে অবস্থান করেন। বেলা ১টার দিকে তারা সড়ক ত্যাগ করেন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড