• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করবে শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫
ব্যঙ্গচিত্র
ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা (ছবি: সংগৃহীত)

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে সোমবার (৬ ডিসেম্বর) মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করবে শিক্ষার্থীরা।

এ ছাড়া মানববন্ধনে সবাই কালোব্যাজ ধারণ করে সড়কে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এ ঘোষণা দেয়। এতে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (সোমবার) শিক্ষার্থীরা দুপুর ১২টায় রামপুরা ব্রিজে সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশ করবেন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করবেন এবং মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাবেন।

এর আগে গতকাল শনিবার সড়কে অব্যবস্থাপনার প্রতি লাল কার্ড দেখায় গণপরিবহনে হাফ পাস চালু, নিরাপদ সড়কসহ নানা দাবিতে রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে’

রামপুরা ব্রিজের ওপর ওই দিন দুপুর ১২টার পরপরই অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই সময় তারা লাল কার্ড উঁচিয়ে সড়ক ও পরিবহন খাতের লুটপাট আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড