• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাগরে লঘুচাপ, দুদিন পর হতে পারে বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২১, ১২:৫৬
বৃষ্টি
আগামী দুদিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে (ছবি : সংগৃহীত)

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি আবহাওয়া অধিদফতর আগামী দুদিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী দুদিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোনো কোনো স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড