• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাফ পাসের দাবিতে মোহাম্মদপুরে সড়ক অবরোধ

  নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২১, ১৪:১২
শিক্ষার্থী
আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

বাসে হাফ ভাড়া (হাফ পাস) নিশ্চিতের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। অবরোধের কারণে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীদের নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে হাফ পাসের দাবি বাস্তবায়নে নানান স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায়। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আছে পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পর্যাপ্ত সংখ্যা পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা চলছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড