• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আরও ৬ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২১, ১৭:৫৭
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

আরও পড়ুন : সরকার আর কত ভর্তুকি দেবে?

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৭৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ লাখ ৩৩ হাজার ৬৭২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৩ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৮৩২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৩৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড