• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণভবনে প্রধানমন্ত্রী

সরকার আর কত ভর্তুকি দেবে?

  নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২১, ১৭:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাতে সরকারকে প্রত্যেক বছর ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এ অবস্থায় সরকার আর কত টাকা ভর্তুকি দেবে?

তিনি বলেন, বাজেটের সব টাকা যদি ভর্তুকিতে দিয়ে দিতে হয় তাহলে সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। আমাদের তো তেল কিনে আনতে হয়। তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাত মিলিয়ে আমরা ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। গ্যাপ বেশি হলে ভর্তুকি দেওয়াটা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে প্রতি ক্ষেত্রে আমরা সহায়তা দিয়ে দিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, তেলের দাম প্রতিবেশি দেশেও বেড়ে গেছে। আন্তর্জাতিক মূল্যের সঙ্গে দামের বেশি গ্যাপ হলে আমরা আর কত ভর্তুকি দিতে পারব। আমাদের উপায়টা কি?

তিনি বলেন, করোনার কারণে উন্নত বিশ্বেও সংকট চলছে। সুপার শপে খাবার নেই। লন্ডনের কথা বলছি, আমি নিজে দেখেছি। আমাদের এখানে এমন হাহাকার নেই। আবার কয়জন ট্যাক্স দেয়, কিন্তু সবাই ইনকাম করে। সবাই ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আমরা করবটা কি! তাহলে তো সরকারকে দেউলিয়া হতে হবে। বাজেটের সব টাকা ভর্তুকিতে দিতে হবে। তাহলে তো দেশের উন্নয়ন হবে না।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর করেন। রোববার (১৪ নভেম্বর) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড