• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা শনাক্তের হার ১ দশমিক ৩ 

  নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২১, ১৭:৪৬
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯২৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।

আরও পড়ুন: সঞ্চয়পত্র কেনায় মিথ্যা তথ্য দিলে দণ্ড

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ লাখ ২৫ হাজার ২৮৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৩ কোটি ৩ লাখ ৮ হাজার ৯১৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯২৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড