• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কুমিল্লার ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে কিনা তদন্ত চলছে’

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২১, ১৬:৩৫
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম (ছবি: সংগৃহীত)

কুমিল্লার ঘটনায় কোনও রাজনৈতিক ইন্ধন আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপাতত দেশেএ কোথাও সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি নেই।

শফিকুল ইসলাম বলেন, দেশের সামাজিকীকরণ প্রক্রিয়া অসাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া হয় না। তাই আমরা যথাযথভাবে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে পারছি না। ফলে বিভিন্ন সময়ে সমাজের কেউ কেউ সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

তিনি বলেন, পুলিশি তদন্তে দেখা যায় রামু ও নাসিরনগরের ঘটনায় স্থানীয়ভাবে সক্রিয় সকল রাজনৈতিক দলের কর্মীরা জড়িত ছিল।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড