• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আরও ৭ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২১, ১৭:২৯
করোনা
করোনা সংক্রমণ থেকে রক্ষায় সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৯ লাখ ৮১ হাজার ৩৯৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৭১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড