• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

'যারা নির্বাচনে অংশ নেয় না, তারাই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারী'

  রেজা রায়হান, পত্নীতলা (নওগাঁ)

২৩ অক্টোবর ২০২১, ১০:২৯
ছবি : অধিকার

নওগাঁর পত্নীতলা উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা নির্বাচনে অংশ নেয় না তারাই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারী। এই হত্যার দায়ে তাদের গণ আদালতে বিচার হওয়া উচিৎ। বিএনপি নির্বাচনে না এসে প্রমাণ করেছে তারাই গণতন্ত্রের মূল হত্যাকারী।

শুক্রবার সকাল থেকে বিকেল অব্দি দু'টি অধিবেশনে বিভক্ত থেকে উপজেলার নজিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সম্মেলন শেষে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, স্থানীয় সাংসদ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্না, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টনউদ্দীন, সাবেক ছাত্রনেতা রায়হান রেজা চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় পনেরো হাজার নেতা-কর্মী।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড