• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্যোগ বাড়লেও বাড়েনি সরকারের প্রস্তুতি : সবুজ আন্দোলন

  অধিকার ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, ২১:০৯
সবুজ আন্দোলন
সবুজ আন্দোলন। (ছবি: সংগৃহীত)

পরিবেশ বিপর্যয়ের ফলে দিন দিন ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও মিথেন গ্যাসের ব্যবহারের ফলে সারা পৃথিবীজুড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে গত ১০ বছরে প্রায় পঞ্চাশ বারের মতো ভূমিকম্প অনুভব করেছে বাংলাদেশ। অতি জলোচ্ছ্বাস ও বন্যা এখন প্রতিবছরের স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিশ্ব পরিবেশ বিপর্যয় হ্রাসকরণ দিবসে দুর্যোগ প্রশমনের লক্ষ্যে কিছু প্রস্তাবনা দিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার দাবি করেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বাড়লেও বাড়েনি সরকারের পর্যাপ্ত প্রস্তুতি।’

তিনি বলেন, ‘দিবসকে কেন্দ্র করে সরকারের সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়। কিন্তু সারাবছর বিভিন্ন অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ড, বায়ু দূষণ, পানি দূষণ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, নদীর নাব্যতা সংকট, নদী দখল ও কেমিক্যাল সার ব্যবহারের ফলে মিথেন গ্যাস বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, উন্নয়ন প্রকল্প বৃদ্ধির নামে বৃক্ষ কর্তনসহ বিভিন্ন কারণে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করা সম্ভব হচ্ছে না।’

তিনি মনে করেন, ‘এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

সবুজ আন্দোলনের প্রস্তাবনা

১) সারা বাংলাদেশে অগ্নিকাণ্ড কমাতে তদারকি বাড়াতে সারা বছর ব্যাপী প্রশিক্ষণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২) দেশের সকল সামাজিক সংগঠনের সদস্যদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে হবে।

৩) অগ্নিকাণ্ড প্রতিরোধে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে হবে।

৪) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

৫) বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং রিসাইকেলিং ব্যবস্থা জোরদার করা, উপকূলীয় অঞ্চলে “সবুজ স্বেচ্ছাসেবক গার্ড” বাহিনী তৈরি করতে হবে।

৬) আগামী এক বছরের মধ্যে সরকারিভাবে ২০ লক্ষ স্বেচ্ছাসেবক তৈরীর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড