• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আ. লীগ অঙ্গীকারবদ্ধ : তাজুল ইসলাম

  রিপন দাস, পটুয়াখালী

১৩ অক্টোবর ২০২১, ১১:০৮
ছবি : অধিকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে ও কল্যাণে সবসময় কাজ করছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে জন্য আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা সাংবিধানিক ধারা, এ অব্যাহত রাখা ও উত্তরোত্তর এটি সমৃদ্ধশালী করার চেষ্টা চলমান রয়েছে। বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি ও তাদের সমমনাদের ষড়যন্ত্রের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. মো. শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী-২ আসনের সাংসদ সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমন মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দুমকি উপজেলা চেয়ারম্যান অ্যাড. হারুন অর রশিদ হাওলাদার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএমসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সুধী সমাবেশ শেষে জেলা পরিষদের বাস্তবায়িত শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধনী করেন। এর আগে মন্ত্রী পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর উপর নির্মাণাধীন পিসি গার্ডার ব্রিজের অসমাপ্ত কাজ, পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি বিকালে এলজিইডি কর্তৃক নির্মানাধীন কলাপাড়ার আন্দারমানিক ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড