• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আরও ১৪ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২১, ১৭:১৯
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ০কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭০১। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন

আরও পড়ুন : হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৭৪ হাজার ৯৭৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৯১২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড