• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেকোনো হুমকি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২১, ২১:৪৯
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

যেকোনো হুমকি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বাহিনী সব সময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনো উৎসব নিরাপদ করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

তিনি বলেন, পৃথিবীর সব দেশের শান্তি অব্যাহত থাকুক। কোনো জায়গায় যেন জঙ্গিদের উত্থান না হয়। কোনো জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।

আরও পড়ুন: ৩০ টাকায় তুরস্কের পেঁয়াজ বেচবে টিসিবি

তিনি আরও বলেন, এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি।

ওডি/ আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড