• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২১, ১৮:৩৫
করোনায় মৃত ব্যক্তিকে সমাহিত করা হচ্ছে
করোনায় মৃত ব্যক্তিকে সমাহিত করা হচ্ছে। (ছবি: সংগৃহীত)

করোনায় আক্রান্ত রোগী শনাক্তের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও কমেছে। এ সময়ে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষায় ৪১৫ জন রোগী শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৯ অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়।

সে হিসেবে শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত হওয়া রোগীর হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।

আরও পড়ুন : সাভারে ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড