• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘স্বর্ণ উদ্ধারে মেলে না বিমানের সহযোগিতা’

  নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২১, ২১:২৭
স্বর্ণের বার
স্বর্ণের বার (ফাইল ফটো)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে গত মঙ্গলবার ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তবে এসব চোরাই সোনা উদ্ধারে বিমানের কাছ থেকে কোনও ধরনের সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রউফ।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এ বিষয়ে বুধবার ঢাকার কাকরাইলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তবে, শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকের এমন অভিযোগের বিষয়ে বিমানের কোনও কর্মকর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মহাপরিচালক বলেন, বিমানের ‘বডি’তে কয়েকটি স্পর্শকাতর জায়গায় ‘স্ক্রু’ দিয়ে খুলে চোরাচালান পণ্য ঢুকিয়ে রাখা হয় জানি। তাই ১২০টি স্বর্ণের বার উদ্ধারের সময় বিমান কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম এসব জায়গা খুলে দিতে। কিন্তু তারা দেয়নি। তারা বলে,- টেকনিশিয়ান নেই, চিঠি লিখতে হবে, চিঠি দেন।

আরও পড়ুন: ৮৪৮ ইউপিতে আ. লীগের মনোনয়ন চান ৪৪৫৮ জন

তিনি আরও বলেন, ১২০টি স্বর্ণের বার বিমানের টয়লেটে টিস্যুবক্স রাখার চেম্বারের নিচে কালো স্কচটেপে মুড়িয়ে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, বিমানে যাত্রী উঠার আগে এসব রাখা হয়।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড