• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক দিনে কমল মৃত্যু, বেড়েছে শনাক্ত

  নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২১, ১৭:৫০
করোনা চিকিৎসা
করোনা চিকিৎসা সেবায় স্বাস্থ্যকর্মীরা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮১৭। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২১ হাজার ৫৮৮ জন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি: পররাষ্ট্রমন্ত্রী

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৩৩ হাজার ৮৮৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৩৮ লাখ ১৫ হাজার ৩১২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৩৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড