• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস

  অধিকার ডেস্ক    ০৫ অক্টোবর ২০১৮, ০৩:১০

বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ব শিক্ষক দিবস। (ছবি : প্রতীকী)

সারা বিশ্বের মতো শুক্রবার (৫ অক্টোবর) বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছর বাংলাদেশে এ দিবসটি যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০টায় ঢাকার আর্মি গলফ গার্ডেনে কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে এ দিনটি পালন করবেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ৫ অক্টোবর এই দিবসটি সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়ে আসছে। মূলত শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য প্রতি বছর এ দিবসটি ব্যাপক গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

বিশ্বের মোট ১০০টির বেশি দেশে এ শিক্ষক দিবস পালিত হয়। এতে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী মোট ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড