• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত্যু আরও কমল

  নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪
করোনা
করোনায় আক্রান্ত এক রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

আরও পড়ুন : ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ চেয়ে রিট

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ লাখ ৭ হাজার ৩১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৬০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৫১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড