• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে টিফা চুক্তি

  নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭
বাণিজ্যমন্ত্রী
ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট’ বা টিফা স্বাক্ষর হয়েছে। বিনিয়োগের পথ সুগম করতে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরাসরি ও অস্ট্রেলিয়ার পক্ষে ভার্চুয়ালি সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান চুক্তিতে সই করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। টিফা স্বাক্ষর হওয়ার ফলে দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে।

টিপু মুনশি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত সেবা দেওয়া সহজ করা হয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার রয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগে লাভবান হবেন।

অস্ট্রেলিয়ার মন্ত্রী ডান টিহান তার বক্তব্যে টিফা স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়ার আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিকসহ বেশকিছু খাতকে ‘সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সমালোচনা আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

ভার্চুয়াল বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার মন্ত্রী ডান টিহান।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড