• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিগামী যাত্রীদের বুস্টার ডোজে নীতিগত সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮
করোনার টিকা
করোনার টিকা (ছবি: সংগৃহীত)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, সৌদিগামী যাত্রীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দেবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মন্ত্রী বলেন, সৌদি সরকারের সিদ্ধান্ত নিয়েছে তারা চায়নিজ ভ্যাকসিন অনুমোদন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সাথে সিনোফার্ম ও সিনোভ্যাক যুক্ত করেছে সৌদি সরকার। তবে প্রথমে অনুমোদিত চারটি টিকার যেকোনও একটি বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। যারা চায়নিজ টিকা নেবেন, তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।

আরও পড়ুন: ১০ দৈনিক পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল

তিনি বলেন, ইতোমধ্যে আমরা বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের গত আন্তঃমন্ত্রণালয় সভায় এটি নিয়ে আলাপ হয়েছে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি— বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে। সিনোফার্মের টিকা বেশিরভাগই দেওয়া হয়েছে ঢাকার বাইরে। সেখানে সৌদিগামী যারা আছেন, তারা আসলে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। তাদেরকে পাসপোর্ট, টিকিট এবং টিকার কার্ড সাথে নিয়ে আসতে হবে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড