• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে সারপ্রাইজ ভিজিট, অবহেলা পেলেই কঠোর ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৭
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

এখন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট চলবে। কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলার খোঁজ মিললে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে একথা জানান তিনি।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের করোনা ও ডেঙ্গু থেকে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতে পর্যবেক্ষণে গিয়ে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা আজ জানিয়ে এসেছি। তবে প্রায়ই না জানিয়ে সব জায়গায় যাব। কোথাও যদি কোনো নিয়মের ব্যত্যয় দেখি, তাহলে সংশ্লিষ্ট যারা থাকবেন— শিক্ষক বা অধিদফতরের কর্মকর্তা যে-ই হোন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাই একরকম সচেতন নয়। তাই যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। প্রতিটি স্কুলের আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।

বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে জানিয়ে তিনি সবার প্রতি আহবান করেন, এই কন্ট্রোল রুমের নম্বরগুলো প্রচার করার পর যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো রকম সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

এসময় শিক্ষামন্ত্রী আরও জানান যে, ঘাটতি পূরণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে। অবস্থা আরও ভালো হলে জেএসসি পরীক্ষাও হবে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপার তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নেবে, কবে খুলবে।

আরও পড়ুন : দেড় বছর পর মুখরিত শিক্ষাপ্রাঙ্গণ

এর আগে পরিদর্শনকালে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে সেই অধ্যক্ষের নেতৃত্বে গঠতি মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড