• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১২
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইইউ'র রাষ্ট্রদূত রেনজি টিরিংকে (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইইউ'র রাষ্ট্রদূত রেনজি টিরিংকের বিদায়ী সাক্ষাতের সময় তিনি এ আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ইইউ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব উন্নয়ন প্রকল্পে পরিবেশের বিষয় অগ্রাধিকার দিচ্ছে। কারণ এটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করতে আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের যে অভিজ্ঞতা আছে তা আমরা ভাগ করতে পারি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে। যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। দেশের মানুষ টিকা দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

আরও পড়ুন: আফগান পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

টিরিংক প্রধানমন্ত্রীকে বলেন, ইইউ সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড