• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তান ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। দেশটির বর্তমান পরিস্থিতি আমরা এখনও পর্যবেক্ষণ করছি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছি। দেশটির সরকারের অবস্থান ও নীতি দেখে আমরা স্বাধীনভাবে একটি সিদ্ধান্ত নেব। ভারত এবং পাকিস্তানের আফগান নীতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের সিদ্ধান্ত অবশ্যই আমাদের মতো করেই নেব।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা এখন বিদেশে অ্যাপয়েন্ট পাই। যে দেশের কাছেই অ্যাপয়েন্ট চাই, আমরা পাই। আমাদের মান-মর্যাদা বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আমাদের মান-মর্যাদা বেড়েছে।

তিনি বলেন, করোনার কারণে যুক্তরাজ্যে প্রবেশে লাল তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার জন্য আমরা তাদের অনুরোধ করেছি।

আরও পড়ুন: আ. লীগে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি

প্রসঙ্গত, ইউরোপের তিন দেশে ১০ দিন সফর শেষে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন ড. এ কে আব্দুল মোমেন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড