• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় শনাক্ত ও মৃত্যু আরও কমল

  নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯
লাশবাহী গাড়ি
লাশবাহী গাড়ি (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

আরও পড়ুন : ভ্যাকসিন হওয়া উচিত বৈশ্বিক সম্পদ

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ২৯ লাখ ১ হাজার ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ লাখ ২ হাজার ৯৮৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৫৬৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড