• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পাইস টিভির বছরব্যাপী আয়োজন ‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’

  নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৬
স্পাইস টিভির বছরব্যাপী আয়োজন ‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’
স্পাইস টিভির লোগো (ছবি : সংগৃহীত)

বছরব্যাপী ‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’ শিরোনামে তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড।

তথ্যচিত্রে নতুন প্রজন্মের কাছে বিজয়ের ৫০ সুবর্ণ জয়ন্তীতে পৌঁছাতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরা হবে। এর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড নিয়ে তার স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে।

গত সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় তথ্যচিত্রের চার উপস্থাপক, সঞ্চালক একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর তনয়া ডা. নুজহাত চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপির সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচারিত হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড