• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আরও ৬৫ জনের মৃত্যু 

  নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২
করোনা
করোনা চিকিৎসা সেবায় স্বাস্থ্যকর্মীরা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭১০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

আরও পড়ুন : দেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ: কাদের

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৫৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ৮৪ হাজার ৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ১৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড