• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদ-নদীর পানি কমছে 

  নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১
বন্যা পরিস্থিতি
নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি (ছবি: সংগৃহীত)

দেশের আট জেলায় টানা বন্যা পরিস্থিতির অবনতির পর কমতে শুরু করেছে নদ-নদীর পানি। এতে স্থিতিশীল হয়েছে আট জেলার বন্যা পরিস্থিতি।

রবিবার (৫ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনার পানির সমতল হ্রাস পাচ্ছে। আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত পানি হ্রাস পাবে। তবে পদ্মার পানি এখনো বাড়ছে। তা আরও একদিন বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আগামী সোমবারের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও পাবনা এবং মানিকগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। অপরদিকে রাজবাড়ী, ফরিদপুর, মু্ন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বর্তমানে দেশের ১৩টি জেলার নিম্নাঞ্চল বন্যা আক্রান্ত। জেলাগুলোর মধ্যে রয়েছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর।

আরও পড়ুন: ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেলকে দেশে আনা হবে

এছাড়া বর্তমানে দেশের আটটি নদ-নদীর পানি ১৯ স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো- ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আত্রাই ও ধলেশ্বরী। সবচেয়ে বেশি বেড়েছে যমুনার পানি। সিরাজগঞ্জের কাজীপুরে এ নদীর পানি বিপৎসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলেশ্বরীর পানি টাঙ্গাইলের এলাসিনে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাইয়ের পানি বাঘাবাড়িতে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড