• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিনোফার্মের টিকায় ওমরা পালনে বাধা নেই

  নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী (ফাইল ফটো)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সৌদি কর্তৃপক্ষ ওমরা পালনে সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে। তাই ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের বুস্টার ডোজের প্রশ্নই আসে না।

তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। তার যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখন থেকে বুস্টার ডোজের প্রশ্নই তো আসে না।

তিনি আরও বলেন, যখন সিনোফার্ম অনুমোদন করে নাই তখন সৌদি কর্তৃপক্ষ বুষ্টার ডোজের কথা আগে বলছিল। যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন করা হয়েছে তখন তো আর বুস্টার ডোজের বিষয় নেই।

আরও পড়ুন: বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার: ফখরুল

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড