নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে চলমান সাত দিনের লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের ঘোষণা আসবে আজ।
এর আগে গত সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, লকডাউন বাড়ানো হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়।
সচিব বলেন, দেখি আমরা সাতদিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। মানুষকে তো কোঅপারেট করতে হবে। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।
পরিস্থিতি বর্তমানের মতো থাকলে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা- সে বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেখি, আমরা বৃহস্পতিবার বসব।’
আরও পড়ুন : মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ, তারাবিও স্বাস্থ্যবিধি মেনে
উল্লেখ্য, মহামারি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তা নিয়ন্ত্রণে গত সোমবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য শুরু হয় লকডাউন। ৭ দিন এটি কার্যকর থাকবে।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড