নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সম্প্রতি কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। ছেলের মৃত্যুর ৩৯তম দিনে মারা গেলেন তিনি।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারগ্রিন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুশতাক আহমেদের স্ত্রী লিপা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার মৃত্যু হয়।
আবদুর রাজ্জাক স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের পরিচালক ছিলেন।
আরও পড়ুন : দেশে টিকা নিলেন ৫৫ লাখ মানুষ
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড