সারাদেশ ডেস্ক
কারাবন্দি অবস্থায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে মৃত্যুর প্রকৃত কারণ জানতে গঠিত ওই তদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় কারাবন্দি মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে দ্রুত তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : খুলনায় ট্রাকচাপায় দুই যুবক নিহত
এ ঘটনার পরদিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ওই দিন রাত পৌনে ১০টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড